কলারোয়া (সাতক্ষীরা) প্রতিনিধি : সাতক্ষীরার কলারোয়া সীমান্তে এ্যানাগ্রা ট্যাবলেট, ফেনসিডিলসহ বিভিন্ন মালামাল উদ্ধার করেছে বিজিবি। ১৪ নভেম্বর বৃহস্পতিবার দুপুরে উপজেলার গাড়াখালী থেকে ওই ট্যাবলেট ও ফেনসিডিলসহ এক যুবককে আটক করে।
বিজিবি সূত্র জানায়, কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা বৃহষ্পতিবার দুপুরে গাড়াখালী মোড় থেকে ১৪ কেজি পোস্তদানা, ১৫’শ পিচ এ্যানাগ্রা ট্যাবলেট, ২৪০ পিচ ভায়াগ্রা ট্যাবলেট, ১৪ পিচ গোলটুপি এবং সকালে তলুইগাছা বিওপির বিজিবি সদস্যরা বোয়ালিয়া থেকে একটি ভারতীয় বাইসাইকেল উদ্ধার করে। এদিকে, কাকডাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা বুধবার রাতে ১শ ৬৭ বোতল ফেনসিডিলসহ উপজেলার গাড়াখালি গ্রামের মোর্তুজা দালালের ছেলে আজহারুল ইসলাম (৩৭) কে আটক করে। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য ১লাখ ১২ হাজার ২’শ ৫০ টাকা।