শ্যামলবাংলা ডেস্ক : মুক্তিযুদ্ধের ১১ নং সেক্টর কমান্ডার জাতীয় সমাজতান্ত্রিক দলের অন্যতম প্রতিষ্ঠাতা কর্ণেল আবু তাহের বীর উত্তমের ৭৫ তম জন্মবাষিকী আজ। ১৯৩৮ সালের এই দিনে তিনি জন্মগ্রহণ করেন। কর্ণেল তাহের ১৯৬০ সালে পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। ১৯৭১ সালে পাকিস্তান থেকে পালিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন তিনি। এরপর ১৯৭২ সালে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (জাসদ) গঠনের অন্যতম উদ্যোক্তা তিনি। ১৯৭৫ সালের ৭ নভেম্বর কর্ণেল তাহেরের নেতৃত্বে জাসদ বিপ্লবী গণবাহিনী ও বিপ্লবী সৈনিক সংস্থার উদ্যোগে ঐতিহাসিক সিপাহী-জনতার অভ্যুত্থান সংঘটিত হয়। এরই জের ধরে জিয়াউর রহমানের সামরিক সরকার এক মামলার বিচারে ১৯৭৬ সালের ২১ জুলাই এই মহান দেশপ্রেমিক মুক্তিযোদ্ধাকে ফসিতে ঝুলিয়ে তার মৃত্যু কার্যকর করে।
দিবসটি উপলক্ষ্যে আজ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ার ভিআইপি লাউঞ্জে আনুষ্ঠানিকভাবে কেক কেটে তার জন্মদিন পালন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কর্ণেল তাহের জন্মবার্ষিকী উৎযাপন পর্ষদ ওই অনুষ্ঠানের আয়োজন করে।
এছাড়াও তার নিজ বাড়িতে তার পরিবারের পক্ষ থেকে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে। জাসদ, কর্ণেল তাহের সংসদসহ বিভিন্ন দল ও সংগঠন আলোচনা সভা ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করেছে।
