শ্যামলবাংলা বিনোদন : একের পর এক বক্স অফিসে ঝড় তোলা ছবি উপহার দিয়ে ক্যারিয়ারের সুবর্ণ সময় পার করছেন বলিউডের অন্যতম জনপ্রিয় ২ তারকা সালমান খান এবং দীপিকা পাড়ুকোন। কিন্তু এখনও একসাথে কাজ করা হয়ে উঠেনি তাদের। এবার প্রথমবারের মতো সালমান-দীপিকা জুটি উপহার দিতে যাচ্ছেন বলিউডের প্রখ্যাত নির্মাতা সুরজ বরজাতিয়া। সবকিছু ঠিকঠাক থাকলে সুরজের পরবর্তী ‘বড়ে ভাইয়া’ ছবিতে সালমানের বিপরীতে দেখা যাবে দীপিকাকে। খবর ওয়ান ইন্ডিয়ার।
এর আগে ১৯৯৪ সালে মুক্তি পাওয়া ‘হাম আপকে হ্যায় কন’ ছবিতে সুরজের নির্দেশনায় কাজ করেছিলেন সালমান। অনেক দিন আগে থেকেই সালমানকে নিয়ে ‘বড়ে ভাইয়া’ ছবির কাজ শুরুর পরিকল্পনা করছিলেন সুরজ। কিন্তু সালমানের শিডিউল না পাওয়ায় সেটা সম্ভব হয়নি। অবশেষে ছবিটিতে অভিনয়ের জন্য সময় দিয়েছেন সালমান।
সূত্র জানিয়েছে, ‘বড়ে ভাইয়া’ ছবিতে সালমানের নায়িকা হিসেবে নির্মাতার পছন্দের তালিকায় ছিলেন ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুর, ইলিয়ানা ডি’ক্রুজসহ বলিউডের জনপ্রিয় আরও কয়েকজন অভিনেত্রী। তবে শেষ পর্যন্ত সালমানের বিপরীতে অভিনয়ের সুযোগ পেতে যাচ্ছেন দীপিকা পাড়ুকোন।
