পাবনা প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীর বিভিন্ন কৃষি খামার পরিদর্শন শেষে দেশের সেরা কৃষকদের সাথে মতবিনিময় করলেন চ্যানেল আইয়ের বার্তা প্রধান ও মিডিয়া ব্যক্তিত্ব শাইখ সিরাজ। ১৪ নভেম্বর বৃহ¯প্রতিবার সকালে মুলাডুলিতে কৃষকদের উৎপাদিত পন্য বিপননের বিষয়ে তিনি বিশদ আলোচনা করেন। এসময় কৃষকেরা হরতালের কারণে তাদের ব্যাপক আর্থিক ক্ষতির কথা তুলে ধরেন।
দেশের সবজি প্রধান অঞ্চল ঈশ্বরদী উপজেলার মুলাডুলির শিম চাষের বিভিন্ন প্লট ঘুরে দেখেন শাইখ সিরাজ। তিনি শিম চাষিদের মাঝে কীটনাষকের ক্ষতির কথা তুলে ধরেন। তিনি দেশের বৃহত্তর মুলাডুলির শিম আড়তে শিম বিক্রি করতে আসা কৃষকদের সাথে খোলামেলা আলোচনা করেন। এরপর তিনি পাকশীর রূপপুর চরে কৃষকদের আবাদকৃত ফসলের মাঠ পরিদর্শন করেন।
এসময় ঈশ্বরদীর সফল ও জাতীয় কৃষি পুরষ্কার প্রাপ্ত কৃষকদের মধ্যে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত সফল কৃষক ছিদ্দিকুর রহমান কূল ময়েজ, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত সফল কৃষক হাবিবুর রহমান মাছ হাবিব, বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত সফল কৃষক জাহিদুল ইসলাম গাজর জাহিদ, কৃষি ডায়েরীভুক্ত কৃষক আব্দুল বারী ওরফে কফি বারী, কৃষি ডায়েরীভুক্ত কৃষক আব্দুল জলিল কিতাব মন্ডল ওরফে লিচু কিতাব, সফল শিমচাষি আমিনুল ইসলাম শিম বাবু, কৃষক আব্দুল হাই, কৃষক পান্না হোসেন, সফল কৃষাণী বেলী বেগমসহ ঈশ্বরদীর বিভিন্ন স্তরের কৃষকেরা।
বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত সফল কৃষক ছিদ্দিকুর রহমান কূল ময়েজ বলেন, এদেশের কৃষকেরা সব সময় অবহেলিত। তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য তারা কখনোই পান না। কৃষক তাদের উৎপাদিত পেঁয়াজ মাত্র ১০ টাকা কেজি দরে বিক্রি করেছেন। কিন্তু কৃষকের সেই পেঁয়াজ বর্তমানে ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কৃষক পেঁয়াজের মূল্য না পেলেও মজুতদারেরা হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা, যা দেখার কেউ নেই। তিনি আরও বলেন, কৃষকের উৎপাদিত সকল পণ্যেই বর্তমানে লোকশান হচ্ছে। এরপর হরতাল মরার উপর খরার ঘা হিসেবে দেখা দিয়েছে। হরতালের কারণে কৃষকেরা তাদের মাঠের ফসল তুলে বিক্রি করতে পারছেন না। অনেক কৃষকের উৎপাদিত ফসল মাঠে পচে যাচ্ছে। কৃষকদের বাঁচাতে এবং এসব থেকে পরিত্রাণ পেতে হরতাল রোধে সরকারি ও বিরোধী দলের প্রধানের সু-দৃষ্টি কামনা করেছেন।