বুধবার , ১৩ নভেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

যশোরের পল্লীতে কার্তিক পূজার প্রতিমা ভাংচুর : যুবক আটক

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০১৩ ৯:১৯ অপরাহ্ণ

Jessore_District_Map_Bangladesh_0ইয়ানুর রহমান,যশোর : যশোর সদর উপজেলার মুনসেফপুর গ্রামে কার্তিক পূজার প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। ১৩ নভেম্বর বুধবার সকালে স্থানীয় মুনসেফপুর চৌরাস্তা মোড়ে ওই ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় জড়িত মুক্ত হোসেন (৩০) নামে এক যুবককে আটক করেছে। সে মুনসেফপুর গ্রামের হাবিুর রহমানের ছেলে।
যশোর জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীপঙ্কর দাস রতন জানান, মুনসেফপুরে একেবারেই গ্রামীণ পরিবেশে কার্তিক পূজা উদযাপনের জন্য প্রতীমা তৈরিসহ সাজসজ্জার কাজ চলছে। বুধবার সকালে কোনো কারণ ছাড়াই মুক্ত হোসেন সেখানে গিয়ে প্রতীমা তৈরির সহায়ক বাঁশ, চট ছিঁড়ে ফেলে। পরে প্রতীমার একটি হাত ভেঙ্গে দেয়। এতে ক্ষুব্ধ হয়ে গ্রামবাসী সম্মিলিতভাবে মুক্তকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।
তিনি আরও জানান, এটি কোনো সাম্প্রদায়িক ঘটনা নয়। মুক্ত এলাকায় চিহ্নিত সন্ত্রাসী হিসেবে পরিচিত। তার পরিবারও তার কর্মকাণ্ডে অতিষ্ট। সে দীর্ঘদিন কিশোর উন্নয়ন কেন্দ্রে থাকার পর তার পরিবার তাকে মালয়েশিয়া পাঠিয়ে দেয়। সেখানেও সে অপকর্ম করে দেশে পালিয়ে আসে। প্রতিমা ভাংচুরের ঘটনায় এলাকার হিন্দু, মুসলমান সকলে মিলেই তাকে পুলিশে দিয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন বলেও জানান।
যশোর কোতোয়ালি মডেল থানার এসআই ফরিদ জানান, প্রতীমা ভাংচুরের ঘটনায় সন্ত্রাসী মুক্তকে আটক করা হয়েছে। তার অপকর্মে অতিষ্ট এলাকাবাসীই তাকে ধরে পুলিশে দিয়েছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!