মেহের আমজাদ,মেহেরপুর : মেহেরপুরে হরতালের পক্ষে-বিপক্ষে বিক্ষোভ মিছিল করা হয়েছে। হরতাল সমর্থকরা ১০/১২ টি ককটেল বিষ্ফোরণ ঘটিয়েছে। এছাড়া সোমবার রাতে একটি চলন্ত ট্রাক ভাঙচুরসহ চালককে পিটিয়ে জখম করেছে। অন্য দিকে গাংনীতে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল সমাবেশ হয়েছে।
মেহেরপুরে ককটেল বিস্ফোরনের মধ্য দিয়ে ১৮ দলীয় জোটের ডাকা হরতালের তৃতীয় দিন শুরু হয়। গতকাল মঙ্গলবার ভোর সাড়ে ছয়টার দিকে মেহেরপুর-চুয়াডাঙ্গা সড়কের রাজনগর, মেহেরপুর-কাথুলী সড়কের কায়েম কাটার মোড় এবং মেহেরপুর-মুজিবনগর সড়কের বন্দর নামক স্থানে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেন ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা। কায়েম কাটার মোড়ে অবরোধের সময় ১০/১২ টি ককটেলের বিষ্ফোরণ ঘটায় হরতাল সমর্থনকারীরা। রাজনগর এলাকায় পুলিশের বাধায় বিক্ষোভ মিছিল করতে না পেরে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে সমাবেশ করে ১৮ দলীয় জোটের নেতাকর্মীরা ।
এর আগে সোমবার রাত ১১ টার দিকে সদর উপজেলার রাজনগর গ্রামে একটি ট্রাংক ভাংচুর করে হরতাল সমর্থনকারীরা। ইটের আঘাতে ট্রাক চালক সদর উপজেলার খোকসা গ্রামের ফরজ আলী (৩৮) আহত হয়। তিনি ট্রাক নিয়ে মেহেরপুর থেকে যশোরের নওপাড়া যাচ্ছিলেন।
এদিকে মেহেরপুরের গাংনী উপজেলা শহরে হরতাল বিরোধী বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১২ টার দিকে আওয়ামী লীগের সাবেক এমপি মকবুল হোসেনের নেতৃত্বে বাস স্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। এসময় দোকানপাট খোলা রাখা ও যানবাহন চালানোর আহবান জানিয়ে হরতালকারীদের বিরুদ্ধে বিভিন্ন শ্লে¬াগান দেওয়া হয়। আরো উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মকলেছুর রহমান মুকুল, আওয়ামী লীগ নেতা গাংনী পৌর মেয়র আহম্মেদ আলীসহ নেতৃবৃন্দ।