মেহের আমজাদ, মেহেরপুর : মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা গ্রামে স্বপন হোসেন (৩০) নামের এক কৃষককে বোমা হামলা চালিয়ে হত্যা করেছে ডাকাত দল। মঙ্গলবার রাত দেড়টার দিকে ডাকাতি প্রতিরোধকালে ওই ঘটনা ঘটে। সে ওই গ্রামের ইসলাম আলীর ছেলে। রাতেই লাশ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গেছে, রাত দেড়টার দিকে জুগিন্দা গ্রামে ৩০/৪০ জনের সশস্ত্র ডাকাত দল হানা দেয়। ৭ টি বাড়ির লোকজন অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ কয়েক লাখ টাকার মালামাল লুটে নেয় ডাকাতরা। এসময় প্রতিবেশীরা প্রতিরোধ গড়ে তুললে ডাকাত দলের সদস্যরা ৩টি বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। বোমাঘাতে ঘটনাস্থলেই মারা যায় স্বপন। সামান্য আহত হয় স্বপনের ভাগ্নে জুয়েল রানা (২০)। তাকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে। রাতেই ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে গাংনী থানায় আনা হয়েছে। ডাকাত দলের সদস্যদের গ্রেফতারে পুলিশের কয়েকটি দলের অভিযান চলছে বলে জানিয়েছেন গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাছুদুল আলম।