ads

বুধবার , ১৩ নভেম্বর ২০১৩ | ২৪শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

ভোলাহাটে ওয়াক্ফ এষ্টেটে ইউএনও’কে সভাপতি করে নতুন কমিটি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০১৩ ৬:৩৭ অপরাহ্ণ
ভোলাহাটে ওয়াক্ফ এষ্টেটে ইউএনও’কে সভাপতি করে নতুন কমিটি

 ভোলাহাট(চাঁপাইনবাবগঞ্জ)প্রতিনিধি: ভোলাহাটে সওদাগর মন্ডল ওয়াক্ফ এষ্টেট বেহাত বেদখলীয় সম্পত্তি উদ্ধারে বর্তমান মোতাওয়াল­ীকে তার পদ হতে অব্যাহতি প্রদান এবং ইউএনও’কে সভাপতি করে ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটির আদেশ দিয়েছেন হাইকোর্ট বিভাগ। বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসকের কার্যালয়ের সহকারী প্রশাসক নুরল আলম ২৭ অক্টোবর স্বাক্ষরিত স্মারক নং ওঃপ্রঃরাজঃ/৭১ সূত্রে জানা যায়, সওদাগর মন্ডল ওয়াক্ফ এষ্টেটের বর্তমান মোতাওয়াল­ী লুৎফর রহমান জিন্নাহ্ তার পরিবারের নামে-বেনামে ওয়াক্ফ এষ্টেটের সম্পত্তি রেকর্ড করে আত্মসাৎ করার বিষয়টি প্রমাণিত হলে তাকে ওয়াক্ফ এষ্টেটের মোতাওয়াল­ী পদ থেকে হাইকোট বিভাগের রীট মামলা নং ৪০১৯/২০১৩ প্রত্যাহার বিষয়ে এফিডেভিট মূলে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি প্রাপ্ত মোতাওয়াল­ীর স্থলে এষ্টেট সুষ্ঠ ব্যবস্থাপনা ও পরিচালনার স্বার্থে উপজেলা নির্বাহী অফিসারকে সভাপতি করে ২৭ অক্টোবর হতে আগামী ৩ বছরের জন্য ১৩ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদণ দেয়া হয়। এ দিকে নতুন কমিটিকে এষ্টেটের তালিকাভুক্ত ২৯.২৯ একর সম্পত্তির সাবেক ও হাল তফশিল বিবরণীসহ সাবেক ও হাল খতিয়ানের কপি বাংলাদেশ ওয়াক্ফ প্রশাসন অফিসে ২ মাসের মধ্যে প্রদাণ করতে বলা হয়েছে। এ ছাড়াও একই সময়ের মধ্যে বেহাতকৃত সম্পত্তি উদ্ধারে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে। বর্তমান মোতাওয়াল­ী কখন ক্ষমতা হস্তান্তর করবেন উপজেলা নির্বাহী অফিসার কাজী জিয়াউল বাসেতের নিকট জানতে চাওয়া হলে তিনি বলেন, শীঘ্রই ক্ষমতা হস্তান্তর করবে বলে জানান।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

Shamol Bangla Ads
error: কপি হবে না!