দৌলতখান (ভোলা) সংবাদদাতা: অবিশ্বাস্য হলেও সত্য যে, দৌলতখানে নিলামে প্রতি লিটার সয়াবিনের মূল্য উঠেছে মাত্র ১০ টাকা । যার কারণে নিলাম কর্তৃপক্ষ তা বাতিল করে পূনরায় নিলাম আহবান করেছেন।

নিলাম সূত্রে জানা গেছে, গত ৩ নভেম্বর দৌলতখানে ৩৬’শ লিটার সয়াবিন তেল বিক্রির জন্য নিলাম আহবান করা হয় । কিন্তু নিলামে ৩৬’শ লিটার সয়াবিনের সর্বোচ্চ মূল্য উঠে ৩৬ হাজার টাকা । যা বাজার মূল্যের এক-দশমাংশ । তাই নিলাম কর্র্তৃপক্ষ উক্ত নিলাম বাতিল করে পুনরায় নিলাম আহবান করে । আজ ১৪ নভেম্বর ওইসব তেল নিলামে বিক্রি করা হবে। উলেখ্য সম্প্রতি কোস্টগার্ড দক্ষিণ জোন অভিযান চালিয়ে দৌলতখানের চৌকিঘাট এলাকা থেকে ১৮৭৫ লিটার অকটেন ও ৩৬’শ লিটার সয়াবিন তেল উদ্ধার করে। এসময় ১০ চোরাকারবারীকেও আটক করে কোস্টগার্ড ।
কোস্টগার্ডের উদ্ধারকৃত ১৮৭৫ লিটার অকটেন কিছুদিন পূর্বে পাতানো নিলামের মাধ্যামে ২৭ হাজার ৫’শ টাকায় বিক্রি করা হয় । এতে প্রতি লিটার অকটেনের মূল্য হয় ১৫ টাকা । অথচ প্রতি লিটার অকটেন বাজার দর ১০০ টাকা। এ ব্যাপারে নিলাম কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে , যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে সর্বোচ্চ দরদাতার কাছেই বিক্রি করা হয়েছে। এদিকে পাতানো নিলামের মাধ্যমে যাদের তেল তারাই কিনে নিয়েছে। এ নিয়ে ব্যবসায়ী মহলে নানা গুঞ্জন চলছে । যার ফলে সরকার লাখ লাখ টাকার রাজস্ব হারাচ্ছে।
