বুধবার , ১৩ নভেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

বাকশালী কায়দায় কোন নির্বাচন হতে দেয়া হবে না : সাবেক এমপি হাবিব

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০১৩ ৯:১৩ অপরাহ্ণ

Kalaroa Habib MP-Picআরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : বিএনপির কেন্দ্রীয় সহ.শিক্ষা সম্পাদক ও সাতক্ষীরা জেলা সভাপতি সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিব বলেছেন, বাকশালী কায়দায় কোন নির্বাচন এদেশের মাটিতে হতে দেয়া হবে না। শীর্ষ নেতাদের গ্রেফতার করে জোর খাটিয়ে বিএনপিকে নির্বাচনে বাধ্য করা যাবে না। ১৩ নভেম্বর বুধবার বিকেলে টানা ৪দিনের হরতালের শেষ দিনে কলারোয়া ফুটবল মাঠে মিছিলপূর্ব বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তবে তিনি ওই কথা বলেন। এসময় তিনি বলেন, মন্ত্রীরা পদত্যাগ করেও স্বপদে বহাল থেকে অবৈধভাবে কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। খালেদা জিয়ার কিছু হলে বাংলার জনগণ বসে থাকবে না।
সাবেক এমপি হাবিব হুশিয়ারি উচ্চারণ করে বলেন, কঠোর আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে টেনে হিচড়ে ক্ষমতা থেকে নামিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে বাধ্য করা হবে।
উপজেলা বিএনপির সভাপতি অধ্যা.বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির জেলা সহ.সভাপতি বজলুল করিম, উপজেলা সহ.সভাপতি অধ্যক্ষ রইছউদ্দীন, সা.সম্পাদক আ.রকিব মোল্যা, পৌর সা.সম্পাদক শেখ শরীফুজ্জামান তুহিন, ইউপি চেয়ারম্যান ইব্রাহিম হোসেন, রবিউল ইসলাম ও আশরাফুজ্জামান মন্টু। সমাবেশ পরিচালনা করেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ তামিম আজাদ মেরিন। দশ সহস্রাধিক জনতার স্বতস্ফূর্ত উপস্থিতিতে বিএনপি ও অংগ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে সাবেক এমপি হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে বিশাল বিক্ষোভ মিছিল কলারোয়া পৌর সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!