বুধবার , ১৩ নভেম্বর ২০১৩ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

নবাবগঞ্জে বিএনপি’র সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আতিউর রহমানের মৃত্যুতে হরতাল শিথিল

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১৩, ২০১৩ ৮:৪২ অপরাহ্ণ

SAMSUNG CAMERA PICTURESনবাবগঞ্জ(দিনাজপুর)সংবাদদাতা : বি এন পি’র সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ আতিউর রহমানের মৃত্যুতে দিনাজপুরের নবাবগঞ্জে ১৮ দলের ডাকা ৮৪ ঘন্টা হরতালের ৪র্থ দিনে হরতাল শিথিল করে দেয়া হয়েছিল।

Shamol Bangla Ads

অধ্যক্ষ আতিউর রহমান বুধবার সকাল ১০ টায় অসুস্থতা জনিত কারনে রাজধানীর স্কয়ার হাসপাতালে মারা যান( ইন্নালিল­াহে— –রাজেউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ আত্মীয় স্বজন ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুর খবর এলাকায় আসলে নবাবগঞ্জ এলাকায় হরতাল শিথিল করা হয় এবং শোকের ছায়া নেমে আসে। তিনি ১৯৭৯ সালে ি ব এ্ন পি থেকে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি একাধারে রাজনিতীবিদ, শিক্ষাবিদ ও সমাজসেক ছিলেন। শিক্ষা জীবন শেষে তিনি দেশের িিভন্ন শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান প্রধান হিসাবে দ্বায়িত্ব পালন করেছেন। তিনি নবাবগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের হাসারপাড়া গ্রামে এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহন করেন। তাঁর পিতার নাম মৃত আব্দুর রহিম সরকার। তাঁকে বৃহস্পতিবার সকাল ১০ টায় নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে দিনাজপুর -৬ আসনের সংসদ সদস্য ড. আজিজুল হক চৌধুরী, নবাবগঞ্জ ও দিনাজপুর জেলা বিএনপি’র সভাপতি লুৎফর রহমান মিন্টু, সাঃ সম্পাদক সাবেক ইউ,পি চেয়ারম্যান তরিকুল ইসলাম, নবাবগঞ্জ থানা আওয়ামীলীগের সভাপতি ও নবাবগঞ্জ উপজেলা চেয়ারম্যান শিবলী সাদিক, সাঃ সম্পাদক আতাউর রহমান, সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান গোর্কী, দিনাজপুর জেলা জাতীয় পার্টির সভাপতি আলহাজ্ব দেলোয়ার হোসেন, নবাবগঞ্জ বণিক সমিতির সাবেক সভাপতি হাসানুজ্জামান, সাঃ সম্পাদক আঃ ছালাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক সভাপতি দবিরুল ইসলাম, উপজেলা দুর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এ কে এম আজিজুল হক, উপজেলা জাসদের সভাপতি কামরুজ্জামান, নবাবগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মতিয়ার রহমান, সাঃ সম্পাদক ছানাউল্রাহ সহ সকল স্তরের মানুষ তার আত্মার মাগফেরাত কামনা করেন এবং গভীর শোক প্রকাশ সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!