দুপচাঁচিয়া (বগুড়া) সংবাদদাতা : বগুড়ার দুপচাঁচিয়ায় হরতাল চলাকালে পিকেটারদের ক্ষুরের আঘাতে এক জেএসসি পরীক্ষার্থী মারত্মকভাবে আহত হয়েছে। ১৩ নভেম্বর বুধবার সকালে ওই ঘটনা ঘটে। আহত শাকিবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত জেএসসি পরীক্ষার্থী শাকিব সরদার (১৪) স্থানীয় মন্ডলপাড়ার জামাল উদ্দিন সরদার ছেলে।
জানা যায়, উপজেলার বোড়াইপাড়ার সাইফুল ইসলামের ছেলে জেএসসি পরীক্ষার্থী নাইম হোসেন বুধবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে সাইকেল নিয়ে যাচ্ছিল। এ সময় পিকেটাররা তার সাইকেল আটকিয়ে চাকার হাওয়া ছেড়ে দেয়। এতে নাইম প্রতিবাদ করলে পিকেটাররা স্বাস্থ্য কমপ্লেক্সের ভেতরে নিয়ে তাকে মারধর করে। নাইম মারধরের বিষয়টি তার বন্ধু শাকিব সরদারকে জানায়। শাকিব তার বন্ধুদের নিয়ে হরতালের সমর্থনে মিছিলে অংশগ্রহনকারী ওই সব পিকেটারদের ওপর হামলা চালায়। পিকেটাররা শাকিবসহ কয়েকজনের ওপর পাল্টা হামলা চালায়। হামলায় পিকেটারদের লাঠি ও ক্ষুরের আঘাতে শাকিবসহ নাইম, শামীম মারাত্মকভাবে আহত হয়। এতে শাকিবের বামহাত ও পিঠে খুরের আঘাতে রক্তাক্ত হয়। মিছিলে অংশ নেয়া নেতাদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়।
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ উদ্দিন আহম্মেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এব্যাপারে আহতের বাবা বাদী হয়ে একটি অভিযোগ করেছেন। তদন্ত করে মামলা নেয়া হবে।
