চুয়াডাঙ্গা সংবাদদাতা : চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার গোবিন্দহুদা গ্রামে বিষপান করে ইয়াছিন মলিক (৬০) নামের এক বৃদ্ধ আত্মহত্যা করেছে। বুধবার বেলা ১১টায় দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
পারিবারিক কলহের কারণে সে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে দামুড়হুদা থানা পুলিশ।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আহসাব হাবিব জানান, পারিবারিক কলহের জের ধরে বুধবার সকাল ১০টার দিকে গোবিন্দহুদা গ্রামের ছশ মলিকের ছেলে ইয়াছিন মলিক বাড়ির পাশের বাঁশবাগানে গিয়ে বিষপান করে। খবর পেয়ে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
