ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় সীমান্তে বাংলাদেশী আটক এক গরু ব্যবসায়ী সইদুল হক সাদ্দাম (২৫) কে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ )।
১৩ নভেম্বর বুধবার সন্ধ্যা ৬ টায় দুই দেশের সীমান্ত রক্ষী বাহিনীর কস্পানি কমান্ডার পর্যায়ে বৈঠকের পর ওই গরু ব্যবসায়ী ছাড়া পান। তিনি ওই দিন সকাল ৮ টায় বাংলাদেশের ধর্মগড় ৩৭৬ পিলার এবং ভারতের শ্রীপুর এলাকায় ১২১ বিএসএফ টহল সদস্যদের হাতে আটক হন।
বিজিবি ঠাকুরগাঁও সেক্টর কমান্ডার কর্ণেল মোহাম্মদ ইকবাল হোসেন ওই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গরু ব্যবসায়ী সাদ্দাম ভারতে অবৈধভাবে প্রবেশ করায় বিএসএফ তাকে আটক করে।