ঠাকুরগাঁও প্রতিনিধি : হামলার প্রতিবাদ ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে ঠাকুরগাঁও খাদ্য অধিদপ্তরের শ্রমিকরা অনির্দিষ্ট কালের ধর্মঘট পালন করচ্ছে। টানা ৬ দিনের এ কর্মসূচির ফলে অভ্যন্তরীন খাদ্য শস্য স্থানান্তর কার্যক্রম বন্ধ রয়েছে।
গত ৮ নভেম্বর খাদ্য দপ্তরের সদর এলএসডির শ্রমিক নেতা সিরাজুল ইসলাম বিদ্যুতকে রুবেলের নেতৃত্বে একদল সন্ত্রাসী হামলা চালিয়ে আহত করেন। এ ঘটনায় ৫ জনের বিরুদ্ধে ঠাকুরগাঁও থানায় মামলা করা হয়েছে। কিন্তু পুলিশ আসামীদের গ্রেফতার না করায় শ্রমিকরা ধর্মঘটের ডাকদেয়।
আহত শ্রমিক নেতা সিরাজুল ইসলাম বিদ্যুত অভিযোগ করে বলেন সদর এলএসডির সহকারী কর্মকর্তা মনোয়ার হোসেনের কাছে ওই সন্ত্রাসীরা ৫০ হাজার টাকা চাদাঁ দাবি করেন। এতে তিনি আপত্তি জানালে সন্ত্রাসীরা ওই কর্মকর্তাকে গাল মন্দ দেয়। এসময় প্রতিবাদ করা হলে রুবেল সহ ৫-৭ জন সন্ত্রাসী শহরের কালিবাড়ি এলাকায় একা পেয়ে বিদ্যুতকে ধারালো অস্ত্র দিয়ে আহত করে। এ প্রসঙ্গে সদর উপজেলা খাদ্য কর্মকর্তা মো.রফিক জানান আইনগত ব্যবন্থা নেয়া হচ্ছে।