ঠাকুরগাঁও প্রতিনিধি : ১৮ দলের ডাকা ৮৪ ঘন্টার হরতালের শেষ দিনে বুধবার সন্ধ্যায় ঠাকুরগাঁও শহরের সত্যপীর ব্রিজ এলাকায় যুবলীগ-যুবদলের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত: ৫ জন আহত হন। আহতরা হচ্ছে যুবলীগের জমরুল (৪০) লিটন (৩৫) যুবদলের মুক্তা (৩২) ও বেলায়েত (৩৭)।
জানা যায়, বুধবার সন্ধ্যা ৬ টায় হরতাল শেষে যুবলীগের নেতা জমরুল সত্য পীর এলাকা দিয়ে মটর সাইকেলযোগে শহর থেকে বাড়ি ফিরছিলেন। ওই সময় হরতালের পিকেটাররা তাদের বাধা দিলে যুবদল কর্মীদের সঙ্গে যুবলীগের ওই সংঘর্ষ বাঁধে।
