
নজরুল ইসলাম বাচ্চু, চারঘাট, রাজশাহী : নির্বাচন কালীন র্নিদলীয় তত্ত¡াবধায়ক সরকারের দাবীতে বিএনপিরসহ ১৮ দলের ডাকা টানা ৮৪ ঘন্টা হরতালের সমর্থনে শেষ দিনে বুধবার বিকেলে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা চেয়ারম্যান আবু সাইদের নেতৃত্বে বালিকা উচ্চ বিদ্যালয় চত্ত¡র থেকে একটি বিক্ষোভ মিছিল চারঘাট বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত¡রে সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইউসা ভোলা, উপজেলা জামায়াত আমীর অধ্যাপক নাজমূল হক, সাবেক মেয়র জাকিবুর ইসলাম বিকুল, বিএনপির সিনিয়র সহসভাপতি আকবর আলী সরকার, জেলা ছাত্রশিবিরের সভাপতি সালাউদ্দিন, উপজেলা যুবদলের সভাপতি হুমায়ন কবির ববি, সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ কাটুন, ছাত্রদলের সভাপতি জিয়াউল হক জিয়া, পৌর যুবদলের সভাপতি মাহাবুর রহমান, সাধারণ সম্পাদক তুহিন সরকারসহ অংগ সংগঠনের নেতাকর্মীবৃন্দ।
স্থানীয় বাজার থেকে দুরপালার কোন যান চলাচল করতে দেখা যায়নি। তবে চারঘাটে ব্যাংকগুলোতে গ্রাহকের উপস্থিতি ছিল খুব কম। চারঘাট মডেল থানা পুলিশ আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চারঘাট পৌরসভাসহ বিভিন্ন স্থানগুলোতে টহলরত ছিল। তবে গত সোমবার হরতাল সমর্থনকারীরা ২টি মটরসাইকেল ভাংচুরসহ পিকেটিং- এর খবর পেয়ে থানা পুলিশ বিএনপি কর্মী মিয়াপুর চাইপাড়া ঘুঘরের ছেলে মিলন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করে। পরে মিলনকে জেল হাজতে প্রেরণ করা হয়।
