আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : ইউ.এস.এ.আইডি-র অর্থায়নে এস.ডি.এল.জি প্রজেক্টের আওতায় আর.ডি.আর.এস বাংলাদেেেশর সহযোগীতায় কর আদায়, ওয়ার্ড সভা ও স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করনের উপর মঙ্গলবার রাতে বগুড়ার আদমদীঘির নশরতপুর ইউনিয়ন পরিষদ অধীনে রেলওয়ে চত্তরে ‘পথের গল্প’ নাটক মঞ্চস্থ করা হয়। নাটকে অভিনয় করেন আনিছুর রহমান, ইউপি সদস্য লোকমান ,জসিম উদ্দীন, আবুল কালাম আজাদ, সচিব কুদরক-ই-এলাহি, মাফুজুল, রাশেদা বেগম, বিউটি প্রমূখ।
এ সময় নশরতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান গোলাম মোস্তফা, সদস্য সহ এলাকার বহু সংখ্যক নর-নারীরা নাটকটি উপভোগ করেন।