একেএম কামাল উদ্দিন টগর নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর আত্রাইয়ে ১৮ দলের ডাকে নির্দলীয় নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের দাবি আদায় ও কেন্দ্রীয় বিএনপি নেতা কর্মীদের নিঃশর্ত মুক্তি গ্রেফতার ও হয়রানি বন্ধের দাবিতে আত্রাই থানা বিএনপির উদ্যেগে ১৮ দলের মিছিল সাহেবগঞ্জ দলীয় কার্যালয় থেকে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আত্রাই রেল ষ্টেশনে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন, আত্রাই থানা বিএনপির সভাপতি এসএম রেজাউল ইসলাম রেজু। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক এমদাদুল হক পিন্টু, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হাকিম, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান সরদার, ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল আলম মঞ্জু, জাহাঙ্গীর আলম, আব্দুল জলিল চকলেট, থানা ছাত্র বিষয়ক সম্পাদক প্রভাষক আল-আমিন, থানা মহিলা দলের নেত্রী আঙ্গুরী বেগম, স্বেচ্ছা সেবক দলের আহবায়ক প্রভাষক সাইফুল ইসলাম, যুব দলের সভাপতি শেখ একরামুল বারী রঞ্জু, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মিঠু, সাধারণ সম্পাদক পারভেজ ইকবাল, থানা ছাত্র দলের আহবায়ক রায়হান কবির রতন প্রমুখ।
অপরদিকে আত্রাই থানা বিএনপির আবুল-তছলিম গ্র“পের আত্রাই বেইলী ব্রীজের থানা বিএনপির কার্যালয় থেকে এ্যাডঃ মাহমুদুর রহমান (রজার) এর নেতৃত্বে এক ঝটিকা মিছিল বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আত্রাই-ভবানীগঞ্জ সড়কের তিন মাথা মোড়ে এক পথ সভা অনুষ্ঠিত হয়। উক্ত পথ সভায় বক্তব্য রাখে, আত্রাই থানা বিএনপির সাবেক সভাপতি এ্যাডঃ মাহমুদুর রহমান (রজার)। সভাপতি তছলিম উদ্দিন, সাধারণ সম্পাদক আবুল হোসেন, যুবনেতা হামিদুল হক বাবু, যুবনেতা আশরাফুল ইসলাম লিটন প্রমুখ।
