তানোর প্রতিনিধি : বিনা-৭ ধান চাষে কৃষকের মূখে হাসি আসে। এমন স্লোগান নিয়ে রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালায় কৃষক মাঠ দিবস পালিত হয়েছে। মঙ্গলবার সকালে মুন্ডুমালা সাদিপুর ঈদগাহ মাঠে তানোর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় ও বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনষ্টিটিউট (বিনা) আয়োজনে মাঠ দিবসটি পালিত হয়।
এতে উপজেলা কৃষি অফিসার ডক্টর হাসানুল কবীর কামালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ শাখার বিনা’র বৈজ্ঞানিক কর্মকতা জুলকার নাইম। বিনা কর্মকর্তা মমতা সাহা। তানোর কৃষি স¤প্রসারণ বিভাগের উপ:সহকারী কৃষি কর্মকর্তা সমশের আলী প্রমুখ। মাঠ দিবস অনুষ্ঠানে বিনা’র জমিতে সরিষা, গম ও ছোলা চাষের প্রয়োজণয়িতা নিয়ে কৃষকদের পরামর্শ দেওয়া হয়। অনুষ্ঠানে প্রায় ৩শ কৃষক উপস্থিত ছিলেন।