পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ কারিতাস রাজশাহী অঞ্চলের আলোঘর প্রকল্পের আওতায় নওগাঁর পত্নীতলায় মঙ্গলবার নজিপুর স্মৃতি কমিউনিটি সেন্টারে নৃতাত্বিক জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে উপজেলা পর্যায়ের সমমনা সংস্থার সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
নজিপুর উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক সৈয়দ লতিফর রহমান শাহ এর সভাপতিত্বে সমাজ থেকে পিছিয়ে পরা নৃতাত্বিক জনগোষ্ঠির ভাগ্য উন্নয়নে তাদের ছেলে-মেয়েদের শিক্ষার উপর বিশেষ গুরুত্ব আরোপ করে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কারিতাস পত্নীতলা উপজেলার ইনচার্জ মীর জানে আলম। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ব্র্যাক পত্নীতলার ম্যানেজার বাবুল হোসেন, পত্নীতলা প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব বুলবুল চৌধুরী, রাজু আহম্মেদ, রাশিদা খাতুন, আঞ্জুয়ারা বেগম, কাউন্সিলর গৌতম দে, কারিতাস আলোঘরের এডুকেশন সুপার ভাইজার অভিলাষ বিশ্বাস, এরিয়া কোঅর্ডিনেটর আছিয়া খাতুন, চকমোমিন স্কুলের ইএমসি সভাপতি নিতাই টপ্প প্রমুখ।