ঝালকাঠি সংবাদদাতা : দেশে এক হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সাফল্য উপলক্ষে এবং ‘বিদ্যুৎ অপচয় রোধ করি, আলোকিত বাংলাদেশ গড়ি’ শ্লোগানকে সামনে রেখে ঝালকাঠিতে জাতীয় বিদ্যুৎ সপ্তাহ শুরু হয়েছে। এ উপলক্ষে ১২ নভেম্বর মঙ্গলবার সকালে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্টিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) এর উদ্যোগে শহরে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। কালেক্টরেট ভবন প্রাঙ্গন থেকে র্যালি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর একই স্থানে গিয়ে শেষ হয়।
পরে অনুষ্ঠিত সমাবেশে জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন ও বিদুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. বাছেতুজ্জামান বক্তৃতা করেন। সমাবেশে সবাইকে অপচয় রোধ করে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার মাধ্যমে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।