ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লোকেরা এক কৃষকের বসত বাড়িতে হামলা চালিয়ে বেধড়ক মারপিট, ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে বলে জানা গেছে। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামের দরিদ্র কৃষক দাউদ গাজীর বসত বাড়ির সম্পত্তি নিয়ে একই এলাকার জাহাঙ্গীর মোল্যার জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। এ ঘটনায় প্রতিপক্ষ জাহাঙ্গীর ও তার লোকেরা ওই সম্পত্তি দখলে নিতে নানাভাবে ভয়ভীতি এবং হুমকি অব্যাহত রাখে। ফলে অসহায় কৃষক দাউদ গাজী বাদি হয়ে আদালতে মামলা যার নং-এমপি-২৭২৫/১৩ দায়ের ও ডুমুরিয়া থানায় জিডি করেন। এরপরেও ৮নভেম্বর দুপুর ১২টার দিকে প্রতিপক্ষ জাহাঙ্গীর মোল্যার লোকেরা দলবব্ধ হয়ে বাড়িতে ঢুকে দাউদ গাজীসহ তার স্ত্রী, ছেলে,পুত্রকধু ও বোনকে বেধড়ক মারপিট করে। এ সময় তারা তান্ডাব চালিয়ে বসত ঘর ভাংচুর করে টিন,বাশ-খুটি ও গাছপালা কেটে এবং অলংকারসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়।
পরে স্থানীয়রা এসে আহতদের ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে খুমেক হাসপাতালে পাঠিয়ে দেন। এ ঘটনায় দাউদ গাজী বাদি হয়ে গত ১১নভেম্বর ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে ডুমুরিয়া থানার ওসি শাহ আওলাদ হোসেন জানান, বসত-ঘর ভাংচুর, মালামাল লুট ও মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।