মঙ্গলবার , ১২ নভেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

জমি সংক্রান্ত বিরোধের জের : বাড়ীতে হামলা

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১২, ২০১৩ ৭:১৬ অপরাহ্ণ
জমি সংক্রান্ত বিরোধের জের : বাড়ীতে হামলা

ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি:  খুলনার ডুমুরিয়ায় জমি-জমা সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের লোকেরা এক কৃষকের বসত বাড়িতে হামলা চালিয়ে বেধড়ক মারপিট, ব্যাপক ভাংচুর ও লুটপাট করেছে বলে জানা গেছে। এ ঘটনায় ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের হয়েছে।
মামলা ও স্থানীয় সুত্রে জানা যায়, ডুমুরিয়া উপজেলার থুকড়া গ্রামের দরিদ্র কৃষক দাউদ গাজীর বসত বাড়ির সম্পত্তি নিয়ে একই এলাকার জাহাঙ্গীর মোল্যার জমি-জমা সংক্রান্ত বিরোধ চলছিল। এ ঘটনায় প্রতিপক্ষ জাহাঙ্গীর ও তার লোকেরা ওই সম্পত্তি দখলে নিতে নানাভাবে ভয়ভীতি এবং হুমকি অব্যাহত রাখে। ফলে অসহায় কৃষক দাউদ গাজী বাদি হয়ে আদালতে মামলা যার নং-এমপি-২৭২৫/১৩ দায়ের ও ডুমুরিয়া থানায় জিডি করেন। এরপরেও  ৮নভেম্বর দুপুর ১২টার দিকে প্রতিপক্ষ জাহাঙ্গীর মোল্যার লোকেরা দলবব্ধ হয়ে বাড়িতে ঢুকে দাউদ গাজীসহ তার স্ত্রী, ছেলে,পুত্রকধু ও বোনকে বেধড়ক মারপিট করে। এ সময় তারা তান্ডাব চালিয়ে বসত ঘর ভাংচুর করে টিন,বাশ-খুটি ও গাছপালা কেটে এবং অলংকারসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল লুটে নিয়ে যায়।
পরে স্থানীয়রা এসে আহতদের ডুমুরিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাদেরকে খুমেক হাসপাতালে পাঠিয়ে দেন। এ ঘটনায় দাউদ গাজী বাদি হয়ে গত ১১নভেম্বর ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। এ ব্যাপারে ডুমুরিয়া থানার ওসি শাহ আওলাদ হোসেন জানান, বসত-ঘর ভাংচুর, মালামাল লুট ও মারপিটের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে এবং আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!