rসিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জে হরতালের সমর্থনে মিছিল করেছে ১৮ দলের নেতা-কর্মীরা। এদিকে ১১ নভেম্বর সোমবার ভোরে সদর উপজেলার বহুলী বাজারে সড়কে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে হরতাল সমর্থকরা। এ ছাড়া সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সমাজকল্যান মোড়ে রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে। সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়িতে বেলা এগারটার দিকে পুলিশের সাথে জামাত-শিবির কর্মিদের ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এ সময় একটি পেট্রোল বোমা সহ ১ জনকে আটক করেছে পুলিশ। এছাড়া সদর থানায় ককটেল বিস্ফোরনের ঘটনায় আরও ৬ জনকে আটক করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সিরাজগঞ্জ-কাজিপুর আঞ্চলিক সড়কের সদর উপজেলার খোকশাবাড়ি ইটভাটা এলাকায় রাস্তায় অবস্থান নিয়ে অবরোধ করে জামায়াত-শিবির কর্মীরা। এ সময় ঘটনাস্থলে পৌছলে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে তারা। এ ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থল থেকে একটি পেট্রোল বোমাসহ মাহমুদুল হাসান নামে এক শিবিরকর্মীকে আটক করে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, রবিবার রাতে সিরাজগঞ্জ সদর থানায় ককটেল নিক্ষেপের ঘটনায় শহরের বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ৬ জনকে আটক করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ন পয়েন্টে পুলিশ মোতায়েন করা হয়েছে । শহরে র্যাব ও বিজিবি সদস্যদের টহল অব্যাহত রয়েছে।
