ভোলা সংবাদদাতা : ১৮ দলীয় জোটের ডাকা টানা ৮৪ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে ভোলা চরফ্যাশন সড়কের ঘুইংগার হাট এলাকায় টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করে পিকেটাররা। এ সময় বাবুল ও আলামিন নামে দুই পিকেটারকে আটক করে পুলিশ। এছাড়া রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৫জনকে আটক করা হয়েছে।
সকাল থেকেই জেলার অভ্যন্তরীন ও দূরপালার কোন যানবাহন চলাচল করছে না। শহরের অধিকাংশ দোকান পাট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
ভোলার পুলিশ সুপার মোঃ মনিরুজ্জামান জানান, হরতালে সার্বিক পরিস্থিতি শান্ত রয়েছে । জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তিনি আরও জানান, সকাল ৯টা পর্যন্ত সদরে ৭ জন, দৌলতখানে ৪ জন, বোরহানউদ্দিনে ৪ জন, তজুমদ্দিন ও দক্ষিন আইচায় ১ জন করে মোট ১৭ জন পুলিশের হাতে আটক রয়েছে।