ঠাকুরগাও প্রতিনিধি : ঠাকুরগাওয়ের রাণীশংকৈল উপজেলার কাশিপুর বলঞ্চা গ্রামে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে এক ব্যক্তি খুন হয়েছে। ১১ নভেম্বর সোমবার সকালে ওই ঘটনা ঘটে।
জানা যায়, সোমবার সকার ১০ টার দিকে উপজেলার কাশিপুর ইউনিয়নের বলঞ্চা গ্রামের আ. খালেক (৫৫) জমি-জমার বিরোধের জের ধরে প্রতিপক্ষের লাঠির আঘাতে ঘটনাস্থলেই মারা যায়। আ. খালেক তার জমির সীমানা বরাবর গাছ লাগানোর সময় তার ভাগিনা একই গ্রামের সুকনার ছেলে মিজানুর ও তার সহযোগীরা বাধা দিতে গেলে উভয়ে বাগ-বিতন্ডায় জড়িয়ে পড়ে। এক পর্যায়ে ভাগিনা মিজানুরের সহযোগীর লাঠির আঘাতে আ. খালেক নিহত হয়। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।
রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ কর্মকর্তা শওকত আলী ওই ঘটনা নিশ্চিত করেছেন।
