ঝালকাঠি সংবাদদাতা : ঝালকাঠিতে সরকার দলীয় পিপি এ্যাডভোকেট আবদুল মন্নান রসুল এর অফিস থেকে ৫ টি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। ১১ নভেম্বর সোমবার সকালে ওই ককটেল উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় পিপি এ্যাডভোকেট আব্দুল মন্নান রসুল সোমবার সকাল সাড়ে ৮টার দিকে তার অফিসের দরজা খুলে টেবিলের উপরে একটি ককটেল দেখতে পান। পরে রুমে খোজাখুজি করে টেবিলের নিচে আরও ৪ টি ককটেল দেখতে পান। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ৫টি ককটেল উদ্ধার করে থানায় নিয়ে যায়।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ককটেল পরীক্ষার জন্য বরিশাল র্যাব -৮ কে খবর দেয়া হয়েছে।