মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজার জুড়ী উপজেলার সাগরনাল এলাকায় প্রাইভেট কারে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় জনতা ধাওয়া করে প্রাইভেট কারটি জ্বালিয়ে দিয়েছে। ১০ নভেম্বর রবিবার রাতে ওই অভিনব চুরির ঘটনা ঘটে।
জানা যায়, রবিবার রাত ৯টার দিকে সাগরনাল এলাকা থেকে একটি গরুর পা বেঁধে অভিনব কায়দায় প্রাইভেটকারে তুলে নিয়ে যাওয়ার সময় পথচারীরা দেখে ফেলে চিৎকার দিলে গরু চোরেরা গাড়ি রেখে পালিয়ে যায়। পরে এলাকাবাসী উত্তেজিত হয়ে গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়। সাগরনাল ইউপি চেয়ারম্যান ইমদাদুল ইসলাম চৌধুরী লিয়াকত জানান, ঘটনাস্থলে পৌঁছার আগেই গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গাড়ির নাম্বারের সূত্র ধরে চোরদের খুঁজে বের করা হবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
