চর ভদ্রাসন (ফরিদপুর)প্রতিনিধি : ফরিদপুর জেলার চর ভদ্রাসন প্রেস,ক্লাবে সন্ধা ৬টায় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন নবাগত ইউ,এন,ও মাহবুব হাসান শাহীন ।
এ সময় চর ভদ্রাসন প্রেস ক্লাবের সকল সাংবাদিক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন ।
মতবিনিময় সভার সভাপত্বিত করেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মেজবাহউদ্দিন ,প্রধান আলোচক হিসাবে মাহবুব হাসান শাহীন বলেন, আমরা সবাই মিলেমিসে চর ভদ্রাসনকে জেলার শ্রেষ্ঠ উপজেলা হিসাবে গড়ে তুলবো আপনারা আমাকে সহযোগিতা করবেন । অন্যান্যর মধ্যে বক্তব্য রাখেন সদর ইউপি চেয়াম্যান, মোঃ আবদুর রাজ্জাক,সাংবাদিক আবুল কালাম, আবুল মোল্যা , কুমারেশ পোদ্দার,ইঞ্জিনিয়ার হাবিবুলাহ, প্রমুখ । ¬¬¬¬¬¬¬¬¬¬¬¬