সোমবার , ১১ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

কেবল মন্ত্রী-প্রতিমন্ত্রী নয়, প্রধানমন্ত্রীরও পদত্যাগ চায় বিএনপি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১১, ২০১৩ ৪:৩৬ অপরাহ্ণ

bnp-logo-up1শ্যামলবাংলা ডেস্ক : কেবল মন্ত্রী-প্রতিমন্ত্রী নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনারও পদত্যাগ চায় প্রধান বিরোধী দল বিএনপি। মন্ত্রী পরিষদের সদস্যদের পদত্যাগের পর ১১ নভেম্বর সোমবার প্রধান বিরোধী দল বিএনপির পক্ষ থেকে এক প্রতিক্রিয়ায় বলা হয়, শুধু মন্ত্রী-প্রতিমন্ত্রী নয়, স্বয়ং প্রধানমন্ত্রীকে পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিলেই সংকটের নিরসন হবে।
ওই বিষয়ে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করেন দলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসময় তিনি বলেন, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা পদত্যাগ করলে শুধু হবে না। প্রধানমন্ত্রীকেও পদত্যাগ করতে হবে। না হলে সমস্যার সমাধানও হবে না। একই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের ঘোষণাও চান তাঁরা। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান প্রতিক্রিয়ায় বলেন, শুধু মন্ত্রী-প্রতিমন্ত্রীদের পদত্যাগে কিছু আসে-যায় না। পদত্যাগ করতে হবে প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রী পদত্যাগ করলে সবার পদত্যাগ হয়ে যায়। আর এ মুহূর্তে জনগণ সেটাই চায়। তিনি বলেন, বিএনপি চায়, জনগণের এ আকাংখা পূরণে সরকার এগিয়ে আসুক। প্রধানমন্ত্রী পদত্যাগ করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দিক। অন্যদিকে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলের চলমান আন্দোলন আরও জোরদার করা হবে। দলের স্থায়ী কমিটি ও ১৮ দলের নেতারা বসে পরবর্তী কর্মসূচি ঠিক করবেন।
উল্লেখ্য, নির্বাচনকালীন সর্বদলীয় সরকার গঠনের লক্ষ্যে মন্ত্রী পরিষদের সদস্যরা সোমবার এক বৈঠকে মিলিত হয়ে একযোগে প্রধানমন্ত্রীর কাছে তাদের পদত্যাগপত্র জমা দেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!