তাপস চন্দ্র সরকার, কুমিল্লা : সারাদেশের ন্যায় কুমিল্লায়ও বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে দ্বিতীয় বারের মত শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা ও কুমারী পূজা অনুষ্ঠিত হয়েছে। ১১ নভেম্বর সোমবার কুমিল্লা মহেশাঙ্গণ প্রাঙ্গণে কুমিল্লা ওঁ কার ব্রাহ্মণ সমাজ উন্নয়ন সমিতি ওই পূজার আয়োজন করে। এ বছর মহেশাঙ্গণে প্রজ্ঞা চক্রবর্ত্তী (৯) কে তৃতীয় বারের মত মাতৃরূপে পূজা করা হয়।
জানা যায়, প্রজ্ঞা চক্রবর্ত্তীর নতুন নাম রাখা হয় অপরাজিতা। তাঁর পিতা তপন চক্রবর্ত্তী ও মাতা পূরবী চক্রবর্ত্তী দু’জনই অবসরপ্রাপ্ত শিক্ষক। প্রজ্ঞা চক্রবর্ত্তী কুমিল্লা মহানগরীর অভয়আশ্রম গান্ধি মেমোরিয়াল শিশু শিক্ষা নিকেতনের ৩য় শ্রেণীর ছাত্রী। তাঁকে কুমিল্লা অভয় আশ্রমে দূর্গা পূজা উপলক্ষ্যে অষ্টমী তিথিতে প্রথমে মাতৃরূপে পূজা করা হয় এবং পরবর্তীতে চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়ও তাঁকে মাতৃরূপে পূজা করা হয়। ওই অনুষ্ঠানে শত শত ভক্ত ও পূজারী এবং হাজারো দর্শণ্যার্থীর উপস্থিতি মিলন মেলায় রূপ নেয় কুমিল্লা মহেশাঙ্গণ। এ সময় উপস্থিত ছিলেন মহেশাঙ্গণ লোকনাথ স্মৃতি তর্পণ সংঘের সাধারণ সম্পাদক হারাধন ভৌমিক, লোকনাথ যুব সেবা সংঘের সভাপতি অঞ্জন দে, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্ত্তী, সাবেক সভাপতি বরুণ চক্রবর্ত্তী, সাবেক সভাপতি সেন্টু শীল অভি, সাবেক সভাপতি ডি. কে নাগ কানাই, বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ কুমিল্লা জেলা শাখার প্রচার সম্পাদক সাংবাদিক তাপস চন্দ্র সরকার সহ হাজারো ভক্ত, পূজারী ও দর্শণ্যার্থী।
এদিকে একইদিন কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ লক্ষ্মীপুর উল্টরপাড়া ঠাকুরবাড়ীতেও শ্রী শ্রী জগদ্ধাত্রী/দূর্গাপূজা অনুষ্ঠিত হয়। এতে পুরোহিত্য করেন- কানাইলাল চক্রবর্ত্তী ও জীবন চক্রবর্ত্তী।