আরিফ মাহমুদ, কলারোয়া (সাতক্ষীরা) : কলারোয়ার কেঁড়াগাছি সীমান্তে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বিজিবি। সাতক্ষীরা, ৩৮ বিজিবি ব্যাটালিয়নের অপারেশনাল (অপ্স) অফিসার মেজর আনোয়ারুল মাজহার জানান, তলুইগাছা বিওপির সুবেদার নজরুল ইসলামের নেতৃত্বে টহলরত বিজিবি সদস্যরা রবিবার রাতে উপজেলার কেঁড়াগাছি সীমান্ত থেকে এক ভারতীয় নাগরিককে আটক করে। আটকককৃত শাহিন গাইন ভারতের উত্তর ২৪ পরগণা জেলার স্বরূপনগর থানার হাকিমপুরের তারালি গ্রামের মৃত আহমেদ গাইনের ছেলে। সে অবৈধপথে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল। বিজিবি তাকে কলারোয়া থানায় সোপর্দ করেছে বলে জানা গেছে।
