আমতলী (বরগুনা) প্রতিনিধি : বরগুনার আমতলীতে আওয়ামী যুবলীগের ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা হয়েছে। এ উপলক্ষ্যে ১১ নভেম্বর সোমবার সকালে আমতলী ইউটি এন্ড ডিসি হলে উপজেলা যুবলীগ সভাপতি জি,এম ওসমানী হাসান এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এ্যাড. এম, এ, কাদের মিয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মো. সামসুদ্দিন আহমেদ (ছজু) প্রধান বক্তব্য ছিলেন জেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. সাহাবুদ্দিন সাবু, বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক মো. জাহিদ দেওয়ান যুবলীগ নেতা, ওহিদুজ্জামান কামাল, নজরুল ইসলাম নান্নু মুন্সী, জাফর মৃধা, সৈয়দ নাজমুল প্রমূখ।