পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের শহরতলীর মধুরকাঠীতে স্বামীকে বাড়ি থেকে অপহরণ করে হাত-পা ভেঙ্গে তার অন্তঃস্বত্বা স্ত্রীকে রাত ভর ধর্ষণ করেছে প্রতিপক্ষ।রবিবার সকালে গুরুত্বর অবস্থায় তাকে পিরোজপুর সদর হাসপাতলে ভর্তি করা হয় এবং তার স্বামী মহসীন হাওলাদারকে বাগেরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, পূর্ব শত্র“তার জের ধরে স্থানীয় প্রতিপক্ষ হত্যা মামলার আসামী ফরিদ শেখ, বাবুল শেখ, জাহিদ মাঝি,হায়দার মোলা, লোকমান খা, আলম সহ তাদের লোক জন বাড়িতে এসে মহাসিনকে ধরে নিয়ে হাত-পা ভেঙ্গে দেয়। এ সময় তার মহাসিনের স্ত্রী বাধা দিতে এলে তাকে ঘরের ভিতর আটকে পালাক্রমে ধর্ষণ করে ।
এ রিপোর্ট লেখা পযর্ন্ত মামলার প্রস্তুতি চলছে।
