রবিবার , ১০ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

সিরাজগঞ্জে হরতালের সমর্থনে মিছিল ও পেট্রোল বোমার বিষ্ফোরণ : আটক ৫

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১০, ২০১৩ ৭:২৯ অপরাহ্ণ

ttttttttttসিরাজগঞ্জ প্রতিনিধি ঃ সিরাজগঞ্জে বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ১৮ দলের ডাকা ৮৪ ঘণ্টার হরতাল পালিত হচ্ছে। হরতালের সমর্থনে সিরাজগঞ্জের বিভিন্ন স্থানে খন্ড খন্ড মিছিল, এ্যাম্বুলেন্সসহ যানবাহন ভাংচুর, অগ্নিসংযোগ ও পেট্রোল বোমার বিস্ফোরণ ঘটিয়েছে হরতাল সমর্থকরা।
পুলিশ জানায়, হরতালের সমর্থনে রবিবার সকাল সাড়ে ৭ টার দিকে শহরের রেলগেট এলাকায় পরপর ২টি পেট্রোল বোমা বিষ্ফোরণ ঘটায়। হরতালের সমর্থনে সিরাজগঞ্জ শহরের কাঠেরপুল, সমাজ কল্যান মোড় এলাকায় জামায়াত-শিবির বিক্ষোভ মিছিল করেছে। এ সময় মিছিলকারীরা হরতালের সর্মথনে ও সরকার বিরোধী বিভিন্ন শে¬াগান দেয়। এছাড়া ভোর রাতে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম সংযোগ সড়কের নলকায় রংপুর গামী একটি ধান বোঝাই মিনি ট্রাকে আগুন দেয় পিকেটারা। পরে তা পুলিশের সহায়তায় নিয়ন্ত্রণে আনলে গাড়িটি চলে যায়। বেলা ১২টার দিকে শহরের মিরপুর এলাকায় হরতাল সমর্থকরা একটি বেসরকারী এ্যাম্বুলেন্স ভাংচুর করে। এ সময় পুলিশ দুই পিকেটারকে আটক করে। এর কিছুক্ষন পর মুজিব সড়ক দৈনিক যুগের কথা অফিসের সামনে হরতালকারীরা একটি রিক্সা ভাংচুর করে অগ্নি সংযোগ করে এবং মহিলা আওয়ামীলীগ অফিসের সামনে ককটেল বিস্ফোরন ঘটায়। অপর দিকে সকালে বেলকুচি মুকুন্দগাতী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে যুবদলের মিছিল থেকে দুটি ককটেল বিস্ফোরন ঘটানো হয়।
এদিকে শনিবার রাতে সহকারি পুলিশ সুপার সদর সার্কেলের কার্যালয়ে পেট্রোল বোমা ও ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। শনিবার আনুমানিক রাত সাড়ে ৭টার দিকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
সিরাজগঞ্জ সদর সার্কেলের সহকারি পুলিশ সুপার মোঃ ফোরকান সিকদার জানান, শনিবার রাতে দৃর্বৃত্তরা তার কার্যালয়ের দোতালার জানালা লক্ষ্য করে পেট্রোল বোমা এবং ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়। এই ঘটনায় কোন হতাহত হয়নি। তবে দোতলার কিছু অংশ আগুনে ঝলসে গেছে।
সিরাজগঞ্জে সহকারি পুলিশ সুপার সদর সার্কেলের কার্যালয়ের সামনে পুলিশ মোতায়েন করা হয়েছে। এদিকে শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে শহরের বিভিন্ন স্থান থেকে জামায়াতের রোকন শামছুল আলম তালুকদার, ছাত্রদলের মুরাদ ও আসলামকে নাশকতার আশংকায় আটক করেছে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!