রবিবার , ১০ নভেম্বর ২০১৩ | ২৪শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে আমনের বাম্পার ফলন : কৃষকের মুখে হাসি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ১০, ২০১৩ ১০:৫৬ অপরাহ্ণ

22ইউসুফ আলী মন্ডল, নকলা (শেরপুর) : এবার শেরপুরে শেরপুরে আমনের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি ফুটেছে। সময় মত বৃষ্টি, আবহাওয়া অনুকূলে ও কৃষকদের সার প্রাপ্তিতে সহজ লভ্যতা ইত্যাদি কারণে ওই আশাতীত ফলন হয়েছে বলে মনে করছেন কৃষকরা। গতবারের চেয়ে এবার ৬ হাজার ৫শ হেক্টর জমিতে আমন আবাদ বেশী হয়েছে। গত বছর জেলায় আবাদের লক্ষ্যমাত্রা ছিল ৮৪ হাজার হেক্টর জমি। এবার তা বেড়ে ৯০ হাজার ৫শ হেক্টর জমিতে হয়েছে।
শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সুভাষ চন্দ্র দেবনাথ জানান, জেলায় এবার উফসী জাতের ধান আবাদ হয়েছে ৫০ হাজার হেক্টর, বিনা-৭ জাতের ধান আবাদ হয়েছে ৭ শত হেক্টর, ২২মুঠি জাতের আবাদ হয়েছে ৫ হাজার ৫শ হেক্টর, ৪৯ ও অন্যান্য জাতের ধান আবাদ হয়েছে মোট ৯০ হাজার ৫শ হেক্টর জমি। কৃষকরা মহা ধুমধামে ২২ মুঠি, ৪৯, বিনা-৭ কাটতে শুরু করেছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রের তথ্যমতে, উৎপাদিত ফসল হিসেবে ১০ লক্ষ ৮৬ হাজার মেট্রিক টন ধান জেলায় উৎপাদিত হবে। চাল হিসেবে ২ লক্ষ ৭১ হাজার ৫শ মেট্রিক টন চাল উৎপাদন হবে। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী, উন্নত বীজ ও কৃষক প্রশিক্ষন দিয়ে শেরপুর জেলায় তদারকি করার কারণে কৃষকরা অনেক বেশী ফলন পাবেন। সংশ্লিষ্ট সূত্র আরও জানায়, জেলার খাদ্য চাহিদা মিটিয়ে অন্ততপক্ষে আরও ১৪ টি জেলার খাদ্য ঘাটতি মেটানো সম্ভব হবে।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!