ঠাকুরগাঁও প্রতিনিধি : রোববার থেকে দশম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন বিক্রি শুরু হয়েছে। ঠাকুরগাঁও-১ আসনের জন্য দলীয় মনোনয়ন কিনেছেন পানি সম্পদ মন্ত্রী ও জেলা আওয়ামীলীগের সভাপতি রমেশ চন্দ্র সেন এমপি এবং জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান পরিষদের নেতা এ্যাড.ইন্দ্রনাথ রায়। অন্য দিকে ঠাকুরগাঁও-২ আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন সংসদ সদস্য দবিরুল ইসলাম। খোঁজ নিয়ে জানা গেছে আঠারো দলের হরতালের কারণে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন প্রত্যার্শীরা ঢাকায় যেতে পারেননি । ৮৪ ঘন্টা হরতাল শেষে মনোনয়ন প্রত্যার্শীরা ঢাকায় যাবেন বলে নিশ্চিত করেছেন আওয়ামীলীগ নেতা ও রাণীশংকৈল উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সইদুল হক।
সেল ফোনে পানি সম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেনের কথা হলে তিনি মনোনয়ন পত্র সংগ্রহের পরে জমা দিয়েছেন বলে নিশ্চিত করেন।