চাটমোহর (পাবনা) সংবাদদাতা : পাবনার চাটমোহরে ইঞ্জিন চালিত নসিমন গাড়ির চাপায় ৬ বছরের এক শিশুর করুন মৃত্যু হয়েছে। ৯ নভেম্বর শনিবার দুপুরে ওই ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার মথুরাপুর ইউনিয়নের আনকুটিয়া গ্রামের নায়েব আলীর ছেলে নয়ন (৬)।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিশু নয়ন মথুরাপুর বাজার সংলগ্ন ব্রীজের উপর দিয়ে যাচ্ছিল। ওই সময় একটি চলন্ত নসিমন তাকে চাপা দেয়। হাসপাতালে নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। পুলিশ নসিমনটি আটক করলেও চালককে আটক করতে পারেনি।