হুমায়ুন কবির মৃধা, সিরাজগঞ্জ : সিরাজগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরামের সাথে সংগঠনের কার্যালয়ে সিরাজগঞ্জ সদর আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী, কেন্দ্রীয় মহিলা আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদিকা নারী নেত্রী জান্নাত আরা তালুকদার হেনরী মতবিনিময় করেছেন।
৮ নভেম্বর শুক্রবার রাতে সিরাজগঞ্জ টেলিভিশন ফোরামের সহ সভাপতি চ্যালেন ২৪ এর স্টাফ রিপোর্টার হীরক গুনের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও টেলিভিশন ফোরামের কার্যকরী সদস্য হারুন আর রশিদ খান হাসান। মতবিনিময় সভাপরিচালনা করেন টেলিভিশন ফোরামের সাধারন সম্পাদক এটিএন বাংলা ও এটিএন নিউজের জেলা প্রতিনিধি ফেরদৌস হাসান। এছাড়া আরটিভির স্টাফ রিপোর্টার এবং টেলিভিশন ফোরামের যুগ্ম সাধারন সম্পাদক সুকান্ত সেন, কোষাধ্যক্ষ নুরুল ইসলাম রইসী, মাহমুদুল হাসান উজ্জল, ইনডিপেন্ডন্ট টেলিভিশন এর জেলা প্রতিনিধি দিলিপ গৌর, গাজী টিভির সাজিরুল ইসলাম সঞ্চয়, এসএ রহমত আলী, মাছরাঙ্গা টিভির রিফাত রহমান, এবং দৈনিক যুগের কথার সিনিয়র রিপোর্টার অশোক ব্যানার্জী বক্তব্য রাখেন। সিরাজগঞ্জ শহরের এসএস সড়কের মেট্রো প্লাজার তৃতীয় তলায় অবস্থিত জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের নতুন অফিস জান্নাত আরা হেনরী ঘুরে দেখেন। মতবিনিময় সভায় তিনি সাংবাদিকদের কাছে সহযোগীতা কামনা করেন। সংগঠনের জন্য তিনি একটি কম্পিউটার প্রদানের ঘোষনা দেন।