এস.এম আজিজুল হক, পাবনা : সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড. আবু সাইয়িদ বলেছেন, সন্ত্রাসী হামলাকারীর মদদাতাদের মুল উৎপাটন করতে হবে। কারা এই সব সন্ত্রাসী তৎপরতা চালিয়ে যাচ্ছে তাদেরকে আইনের মাধ্যমে কঠোর শাস্তি দিতে হবে। তিনি আইন প্রয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, দিন-দুপুরে যারা ঘর-বাড়ী, দোকান পাট ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করেছে তাদেরকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার ভাবমুর্তি নষ্ট করার জন্য এ সব ঘটনা ঘটানো হচ্ছে। ৮ নভেম্বর শুক্রবার বিকেলে পাবনার সাঁথিয়ার বনগ্রাম বাজারে বনগ্রাম হিন্দু সম্প্রদায়ের ঘর-বাড়ী, দোকান পাট ভাঙচুর, লুটপাট ও অগ্নি সংযোগ করার বিশাল প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি ওইসব কথা বলেন।
আ’লীগ নেতা ও সাবেক চেয়ারম্যান আব্দুস সালামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বেড়া উপজেলা আ’লীগের সাবেক সভাপতি গোলজার হোসেন, আ’লীগ নেতা তারেক আলী মৃধা, ছাত্রলীগ নেতা বিন তৌফিক সবুজ। এর আগে সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক ড.আবু সাইয়িদ ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।