শনিবার , ৯ নভেম্বর ২০১৩ | ২৩শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নিবন্ধনপ্রাপ্ত অনলাইন নিউজ পোর্টাল
  1. ENGLISH
  2. অনিয়ম-দুর্নীতি
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. আমাদের ব্লগ
  6. ইতিহাস ও ঐতিহ্য
  7. ইসলাম
  8. উন্নয়ন-অগ্রগতি
  9. এক্সক্লুসিভ
  10. কৃষি ও কৃষক
  11. ক্রাইম
  12. খেলাধুলা
  13. খেলার খবর
  14. চাকরির খবর
  15. জাতীয় সংবাদ

শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে গঠিত হচ্ছে আওয়ামী লীগের প্রতিরোধ কমিটি

শ্যামলবাংলা ডেস্ক
নভেম্বর ৯, ২০১৩ ১০:৫৬ অপরাহ্ণ

A Leageস্টাফ রিপোর্টার : জাতীয় সংসদ নির্বাচন ঠেকাতে ১৮ দলের সংগ্রাম কমিটির বিপরীতে শেরপুরে কেন্দ্রে কেন্দ্রে প্রতিরোধ কমিটি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে আওয়ামী লীগ। ৯ নভেম্বর শনিবার দুপুরে জেলা আওয়ামী লীগের এক জরুরী সভায় ওই সিদ্ধান্ত নেওয়া হয়। শেরপুর শহরের নিপুন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত  ওই সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি সংসদ সদস্য আতিউর রহমান আতিক ।
সভা সূত্র জানায়, নির্বাচনের দিন ভোট কেন্দ্রে যাতে ভোটাররা নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ করতে পারে এবং কেউ যেন ভোট বাক্স ছিনিয়ে নিয়ে না যায় সে লক্ষ্যেই ওই প্রতিরোধ কমিটি গঠন করা হবে। কমিটিতে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক, সহযোগী সংগঠনের সভাপতি-সম্পাদক এবং সংশ্লিষ্ট কেন্দ্রের আশ-পাশের গণ্যমান্য ব্যক্তি-বর্গকে সদস্য করার সিদ্ধান্ত নেওয়া হয়। আর ওইসব কমিটি গঠন ও তাদের তদারকির দায়িত্ব দেওয়া হয় জেলা আ’ লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পালের নেতৃত্বে গঠিত একটি ষ্টিয়ারিং কমিটিকে।
সভায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক অ্যাডভোকেট চন্দন কুমার পাল, পৌর মেয়র হুমায়ুন কবির রুমান, যুগ্ম সম্পাদক ছানোয়ার হোসেন ছানু প্রমূখ বক্তব্য রাখেন। সদর উপজেলার ১৪ ইউনিয়ন এবং শহর আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও সহযোগী সংগঠনের নেতারা ওই সভায় অংশ নেন।

সর্বশেষ - ব্রেকিং নিউজ

error: কপি হবে না!