ইয়ানুর রহমান, যশোর : যশোরে নাশকতার অভিযোগে ১৪ বিএনপি-জামায়াত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এরমধ্যে একজন জামায়াত কর্মী রয়েছে। পুলিশ বলছে, আটককৃতদের নামে বিভিন্ন মামলা রয়েছে। এসব মামলায় তাদেরকে আটক করেছে পুলিশ।
যশোরের সহকারী পুলিশ সুপার রেশমা শারমিন জানান, শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থারে অভিযান চালায় পুলিশ। অভিযান চালিয়ে কোতয়ালি পুলিশ ৭, চৌগাছা ৩, অভয়নগর ১, বাঘারপাড়া ২ ও পোট থানা পুলিশ একজনকে আটক করেছে।
তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে মামলা রয়েছে। এসব মামলায় তাদেরকে আটক করা হয়েছে।
তবে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু দাবি করেছেন, সারা দেশে পুলিশ যেভাবে বিরোধী দলের ওপর অত্যাচার চালাচ্ছে তারই অংশ হিসেবে শুক্রবার রাতে থেকে জেলার বিভিন্ন স্থান থেকে তাদের ১৩ নেতাকর্মীকে আটক করেছে। তিনি অবিলম্বে আটক নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।