পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরে ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি নাছির উদ্দিন আহম্মেদ পিন্টুর বিরুদ্ধে মিথ্যা রায়ের প্রতিবাদে এবং জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এমদাদুল হক মাসুদ ও সাইদুল ইসলাম মুরাদসহ জেলা ছাত্রদলের সকল নেতা-কর্মীর নামে মিথ্যা মামলা ও হয়রানীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলা ছাত্রদলের আয়োজনে শনিবার সকালে দলীয় কার্যালয় থেকে মিছিল শুরু হয়ে শহর প্রদক্ষিন শেষে ল”ইয়ার্স প্লাজার সামনে সমাবেশে মিলিত হয়।জেলা ছাত্রদলের আহবায়ক শহিদুল ইসলাম সাইদের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান মিঠু, যুগ্ম আহবায়ক রেজাউল ইসলাম, জেলা ছাত্রদল নেতা আতিকুর রহমান পারভেজ, সালাউদ্দিন কুমার প্রমুখ।