সরদার ওয়াহিদা পারভীন রিভা, ডিমলা (নীলফামারী) : নীলফামারীর ডিমলা উপজেলার তিস্তা নদীর চরে জমি নিয়ে বিরোধের জের ধরে গর্ভধারিণী মাতার কোল থেকে ২ বছরের শিশু কন্যাকে কেড়ে নিয়ে মাটিতে আছড়িয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। ৯ নভেম্বর শনিবার সকালে লোহমর্ষক ঘটনা ঘটে। একই সময়ে প্রতিপক্ষের লোকজন অপর পক্ষের বাড়ীঘর জ্বালিয়ে দেয়। ওই ঘটনায় নারীসহ উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। খবর পেয়ে পুলিশ নিহত শিশুর মৃতদেহ উদ্ধার করেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ি ইউনিয়নের তিস্তা নদীর ওপারে ৪ নম্বর ওয়াডের পূর্বখড়িবাড়ি চর গ্রামের মৃত আফছার আলীর পুত্র তফের উদ্দিনের সাথে একই গ্রামের মৃত নিদারু প্রমানিকের পুত্র খায়রুল ইসলামের দীর্ঘ দিন থেকে জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। শনিবার সকালে তফের উদ্দিনের দখলে থাকা জমির চাষকৃত ধান প্রতিপক্ষ খায়রুল ইসলাম ও তার লোকজন জোর করে কাটা শুরু করলে তফের উদ্দিন বাধা দিতে গেলে তাকে মারধোর করে ধান ক্ষেতে ফেলে রাখে । খবরপেয়ে তফেরের স্ত্রী আমেনা বেগম তার ২ বছরের শিশু কন্যা বিলকিসকে কোলে নিয়ে ঘটনা স্থলে এগিয়ে গেলে পতিপক্ষের লোক আমেনাকে মারপিট এবং তার কোলে থাকা শিশুটিকে কেড়ে নিয়ে মাটিতে আছাড় দিলে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
পরবর্তীতে তফের উদ্দিনের বাড়ী-ঘরও আগুন দিয়ে জ্বালিয়েদেয় প্রতিপক্ষ। এ ঘটনায় তফের উদ্দিন(৫৫) ও তার পক্ষের আব্দুল হক(৫৫), আমিনুর(৩৫), মুর্শিদা বেগম(৪০) ও নিহত শিশুটির মা আমেনা বেগম(৪০) আহত হয়ে ডিমলা হাসপাতালে ভর্তি রয়েছে। অপরদিকে খায়রুল ইসলাম ও তার লোকজন পুলিশের হাতে গ্রেফতার ভয়ে পাশ্ববর্তী হাতিবান্দা উপজেলায় প্রাইভেট চিকিৎসা গ্রহণ করে। ডিমলা থানার ওসি আজিম উদ্দিন জানায়, আমরা শিশুটির লাশ উদ্ধার করে থানায় এনেছি। সন্ধা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি তবে মামলার প্রস্তুতি চলছে।