ঠাকুরগাঁও প্রতিনিধি : অসহায়, দুস্থ ও স্বল্প আয়ের নারী পুরুষদের বিনা মূল্যে ঠাকুরগাঁওয়ে চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৯ নভেম্বর শনিবার সদর উপজেলার মথুরাপুর আদর্শ বিদ্যালয় চত্বরে গ্রামীণ চক্ষু হাসপাতাল ওই ক্যাম্প আয়োজন করে।
সকাল ৯ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ওই চক্ষু ক্যাম্পে ৩শ জনকে বিনা মূল্যে চিকিৎসা সেবা, চশমা ও ওষূধ প্রদান করা হয়। ক্যাম্প ইনচার্জ তারিকুল আহসান জানান, প্রাথমিক চিকিৎসার পর ১৪ জনের ছানি অপারেশনের জন্য গ্রামীন চক্ষু হাসপাতালে ভর্তি করা হয়েছে।
