ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতির বাড়িতে সন্ত্রাসী হামলা ও ঘটনার সঙ্গে জড়িত বিএনপি সহ আঠারো দলের নেতা কর্মীদের গ্রেফতারে দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাতে জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাড.মকবুল হোসেন বাবু তার বাসভবনে এই সংবাদ সম্মেলন আয়োজন করেন। তিনি অভিযোগ করে বলেন গত ৪,৫ ও ৬ নভেম্বর ১৮-দলীয় জোটের হরতালের দ্বিতীয় দিন ৫ নভেম্বর ১৮-দলীয় জোটের সন্ত্রাসীরা তার বাড়িতে হামলা ও ব্যাপক ভাংচুর চালায় । এ অভিযোগে দ্রুত বিচার আইনে মামলা করেছেন তিনি।

শুক্রবার সদর থানায় ৫০/৬০ জন অজ্ঞাতনামার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়। (নম্বর ৩২৮ তারিখ ৮ নভেম্বর)।
মামলার উদ্ধৃতি দিয়ে সংবাদ সম্মেলনে আরও জানান তিনি ৫ নভেম্বর দুপুরে ১৮ দলীয় জোটের সন্ত্রাসীরা ইট পাটকেল, লোহার রড, লাঠিসোটা ইত্যাদি নিয়ে বিএনপি অফিসের অনতিদূরে অবস্থিত তাঁর বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীরা তাঁর বাসার দোতলার ৭ টি জানালার গ্লাস ও মারকারি গ্লাস ভাংচুর করে। এসময় তিনি জজ কোর্টে ছিলেন। বাড়িতে তাঁর বৃদ্ধ পিতা মাতা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন। সংবাদ সম্মেলনে তাঁর পিতা ভাষা সংগ্রামী,মুক্তিযুদ্ধের সংগঠক ও সাবেক এমপিএ আলহাজ্জ ফজলুল করিম ও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান খোকন উপস্থিত ছিলেন।
উলেখ্য, ৫ নভেম্বর ঠাকুরগাঁও শহরে আওয়ামী লীগ, বিএনপি ও পুলিশের ত্রিমুখী সংঘর্ষে ওসিসহ ৫ পুলিশ সদস্য ও সাংবাদিকসহ উভয় দলের ২০ নেতাকর্মী আহত হয়।
