চুয়াডাঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গায় প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় নকল করার দায়ে জহুরুল ইসলাম ও তানিয়া খাতুন নামের দুই পরীক্ষার্থীকে বহিস্কার ও কারাদন্ড প্রদান করা হয়েছে। জহুরুলের রোল নং ১৬৭৩৫। পিনা আক্তার রোল নং ১৭৭৩৪। এছাড়াও মোট ৫ জনকে বহিস্কার করা হয়েছে। চুয়াডাঙ্গার ১১টি কেন্দ্রে শুক্রবার এ নিয়োগ পরীক্ষা গ্রহণ করা হয়।
চুয়াডাঙ্গার নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার সাদাত জানান, মোবাইলফোনের ম্যাসেজের মাধ্যমে উত্তর সংগ্রহ করে লেখার অপরাধে আলমাডাঙ্গা উপজেলার শেখপাড়ার আবু বকর সিদ্দিকের ছেলে জহুরুল ইসলামকে এক মাসের কারাদন্ড এবং মোবাইলে উত্তর শুনে লেখার অপরাধে দামুড়হুদার জগন্নাথপুর গ্রামের আব্দুল জলিলের মেয়ে পিনা আক্তারকে বহিস্কার ও ৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়েছে। এছাড়াও বিভিন্ন অপরাধে আরো তিনজনকে বহিস্কার করা হয়েছে।
