নজরুল ইসলাম বাচ্চু, (চারঘাট) রাজশাহী : চারঘাট উপজেলা প্রশাসনের পদক্ষেপে রক্ষা পেল পঞ্চম শ্রেণী পড়–য়া এক ছাত্রী। ৮ নভেম্বর শুক্রবার উপজেলার নিমপাড়া ইউনিয়নের পূর্ব কালাবিপাড়া গ্রামে মাহাবুর রহমানের বাড়িতে ওই ঘটনা ঘটে।
জানা যায়, চারঘাট উপজেলার পুর্বকালাবিপাড়া গ্রামের মাহাবুর রহমানের পঞ্চম শ্রেণী পড়–য়া কন্যা কেয়া খাতুনকে তার পিতা-মাতা পুঠিয়া উপজেলার বিড়ালদহ গ্রামের বেল্লাল হোসেনের ছেলে দেয়োয়ার হোসেনের সাথে বিয়ে ঠিক করে। শুক্রবার দুপুরে বরযাত্রী ও লোকজন নিয়ে বিয়ের বাড়ীতে আসার খবর পেয়ে চারঘাট উপজেলার নির্বাহী অফিসার শরীফুন্নেসা ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিয়ের কার্যক্রম বন্ধ করে দেয়। এসময় দুই পক্ষের অভিভাবক হাজির করে বাল্যবিবাহের কুফল দিকগুলো তুলে ধরেন। অবশেষে ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিবাহ থেকে রক্ষা পায় স্থানীয় নন্দনগাছী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী পড়–য়া স্কুলছাত্রী কেয়া খাতুন। পরে বাল্যবিবাহ নিরোধ আইনে ১৯২৯ এর ৫ ধারায় কন্যার পিতাকে বিয়ের সতর্কীকরণের জন্য ৫শ টাকা জরিমানা করেন।
