চারঘাট প্রতিনিধিঃ চারঘাট থানার ভায়ালক্ষীপুর ইউনিয়নের বুধিরহাট বাজারে প্রায় ২০০ জন নারী পুরুষের সমন্বয়ে দাদন ও এনজিও ঋণের চড়া সুদের প্রতিবাদে শনিবার বেলা ১১ টার সময় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আগামী রবিবার থানা নির্বাহী কর্মকর্তা চারঘাট, উপজেলা চেয়ারম্যান চারঘাট, ইউপি চেয়ারম্যান ভায়ালক্ষীপুর বরাবর প্রশাসনিক হস্তক্ষেপের ব্যাপারে স্মারকলিপি পেশ করা হবে। মানববন্ধনে চড়া সুদে নির্যাতিত, ঘর ছাড়া নারী মাধবী রানী, সুমতি রানী, বাসন্তী ও দোলে বক্তব্য দেন। মানববন্ধনের প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য দেন সয়বার হোসেন। আরও বক্তব্য রাখেন সমন্বয়কারী রাশেদ রিপন, কর্মসূচী সংগঠক মোস্তাক আহমেদ। মানববন্ধন ও স্মাকলিপি পেশের আয়োজন করেন বেসরকারী উন্নয়ন সংগঠন বরেন্দ্র উন্নয়ন প্রচেষ্টা ও বনকিশোর ঋষীপাড়া লোককেন্দ্র। বক্তা দোলে বলেন, ৬ নভেম্বর আমি ৩ হাজার টাকা ঋণের বিপরীতে ৪ হাজার পাঁচশত টাকা তিন মাসে সুদ প্রদান করি যা, আমাদের উপর অন্যায়, অবিচার। আমরা দাদন ব্যবসা চাই না, আমরা এর হাত থেকে বাঁচতে চাই। অন্যান্য বক্তারা বলেন আজ ১ হাজার টাকা দাদন নিলে প্রতি মাসে ৩০০ টাকা থেকে ৪০০ টাকা সুদ দিতে হবে। দাদন ব্যবসা বন্ধ করার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করি। এনজিও ঋণের ক্ষেত্রে বক্তারা বলেন, অনেকেই গরু, ছাগল কেনার নাম করে এনজিও থেকে ঋণ গ্রহণ করে থাকে। কিন্তু সেই টাকা আবেদনকৃত প্রকল্পে ব্যয় না করে দাদনের ব্যবসা করেন। আমরা এনজিও প্রতিনিধিদের প্রতি অনুরোধ করবো আপনারা দারিদ্র বিমোচনের নামে দাদন ব্যবসাকে প্রসারিত করবেন না। তাতে দারিদ্র বিমোচন না হয়ে মানুষ ঘর ছাড়া হচ্ছে। আমরা আপনাদের ঋণের বিপরীতে জোর মনিটারিং চাই।
