শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা : শরণখোলায় বিএনপির নেতা কর্মীরা গ্রেপ্তার আতংকে রয়েছেন। উপজেলা বিএনপির সভাপতি খাঁন মতিয়ার রহমান ও সাধারন সম্পাদকের বাড়িতে পুলিশ তলাশী চালানোর পরে অপর নেতা কর্মীরা আত্্র গোপনে করেন।
দলীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ২টায় শরণখোলা থানার এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা বিএনপির সভাপতি খাঁন মতিয়ার রহমানের বানিয়াখালী গ্রামের বাড়িতে এবং এসআই নজরুল ইসলামের নেতৃত্বে সাধারন সম্পাদক আনোয়ার হোসেন পঞ্চায়েতের রায়েন্দা বাজারের বাড়িতে তলাশী চালায়। এসময় তারা কেউ বাড়িতে ছিলেন না। এর পূর্বে বুধবার রাতে রায়েন্দা সদর ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক মিজানুর রহমান মোলার বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে তাকে পায়নি। এদিকে, হরতালে পিকেটিং করার অভিযোগে পুলিশ বুধবার রাতে উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য কাওসার আহমেদ, যুবদল কর্মী রিয়াজ ঘরামী ও ছাত্রদল কর্মী জিয়া উদ্দিন আটক করে।
